অসুস্থ হয়ে মারা গেলে সরকারের কেন দোষ হবে : কাদের

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার দায় কেন সরকারের হবে, বিএনপি নেতাদের কাছে সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ‘ভয়াবহ হবে’ বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হুঁশিয়ারির জবাবে গতকাল বৃস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্যে এই প্রশ্ন রাখেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে- কিছু হলে দায় সরকারের। আমি নিজেও কিন্তু মৃত্যুর কাছাকাছি ছিলাম। একদম মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমরা যারা ধর্ম বিশ্বাস করি, হায়াৎ-মউত আল্লাহর কাছে। চিকিৎসা করাতে হবে, এটা অবশ্যই আছে। খবর বিডিনিউজের।
আইনমন্ত্রী বলেছেন, আরও যদি ভালো চিকিৎসার প্রয়োজন হয় বলে মনে করেন বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসবেন, তা সরকার দেবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারটা নিয়ে যতটা না কথা বলছেন, তার চেয়ে বেশি তারা রাজনীতি করছেন। এই ইস্যুটাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করে যাচ্ছেন। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলনে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

পূর্ববর্তী নিবন্ধআগামী সপ্তাহে উন্মুক্ত হচ্ছে তিন লেনের সাঙ্গু সেতু
পরবর্তী নিবন্ধপর্যবেক্ষণে গড়ে ওঠে সভ্যতার ইতিহাস