অমর একুশে

শিমুল নন্দী | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৫৮ পূর্বাহ্ণ

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর প্রায় সকল দেশের মানুষ এই দিনটির তাৎপর্য বিবেচনায় নিয়ে ভাষার জন্য বুকের তাজা রক্ত দেওয়া বীর শহীদদের স্মরণ করে। আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির রাষ্ট্রভাষা বাংলার জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বাঙালির হৃদয়ে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুলতে

 

বসেছি শহীদদের আত্মত্যাগ। প্রতিবছর আমরা শহীদ মিনারে যাই, শহীদ দিবসে শহীদদের ভাষার জন্য ত্যাগ নিয়ে বিভিন্ন আলোচকবৃন্দের সারগর্ভ আলোচনা শুনি। আলোচকবৃন্দ সবক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করার কথা দাবি তোলেন। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। আদালতপাড়া থেকে বিপণীকেন্দ্র সব জায়গায়

ইংরেজি চলছে বীরদর্পে। তাহলে ভাষা আন্দোলন কেনো হলো? কেনো সেদিন টগবগে যুবকগুলো বুকে তরতাজা রক্ত ঢেলে দিলো? আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাববার সময় এসেছে। আমি ফুলের মালা হাতে যখন শহিদ মিনারে যাই, তখনিই মনে একটা অন্যরকম শোকমাখা অনুভূতি অনুভব করি। মনে হয়

সত্যিই হয়তো আমার নিকটতম আত্মার আত্মীয় কাউকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগ হৃদয়ে ধারণ করে বাংলার ব্যবহার সর্বত্র হোক এই কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধআ মরি বাংলাভাষা
পরবর্তী নিবন্ধআধুনিক চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের অবদান