জানালার পাশে উড়ে মেঘকালো চুল
হাওয়া উড়িয়ে নেয় মন
হৃদয়সমুদ্রে রোদ–ছায়ার লুকোচুরি
বুঝে না উদাসীন প্রিয়জন!
তটের যেটুকু জলে ভিজে
ততখানি ভেদরেখা
প্রতীক্ষার প্রহর পেরিয়ে মিলে
অলৌকিক জোছনার দেখা।
ভাটির শেষে তীরে পড়ে থাকে উদযাপনের স্মৃতি
চিকচিক বালিকণা;
মোহের পারদ পান করে অভিলাষী গাঙচিল
তার বুকে কুড়ায় সোনা।