বিদ্রোহী নজরুল

বিভাস গুহ | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

ভুলবে না কেউ কোনদিনও

সাহিত্যে তোমার দান

বাঙালির চেতনায় রবে

তুমি চির অম্লান।

তোমার সুরের জাদুর ছোঁয়া

নেয় কেড়ে সবার মন

তোমার লেখা সাহস যোগায়

সুখ দুঃখে প্রতিক্ষণ।

মানবতার কথা তোমার

কণ্ঠে শোভা পায়

গান কবিতা গল্পে সেরা

তুলনা যে নাই।

সাহিত্য বাগানে তুমি

সতেজ ফোটা ফুল

সবার প্রিয় কবি তুমি

বিদ্রোহী নজরুল।

পূর্ববর্তী নিবন্ধঅভিলাষী গাঙচিল
পরবর্তী নিবন্ধদ্বিতীয় জীবন