অবৈধ পশুর হাটে চসিকের অভিযান-জরিমানা

পাঠানটুলীতে চলাচলের পথ ও নালার প্রতিবন্ধকতা অপসারণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৯:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পাঠানটুলী ওয়ার্ডে রশিদ বিল্ডিং সংলগ্ন ২নং গলিতে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি অবৈধভাবে লোহার গেইট দিয়ে জনসাধারণের চলাচলের পথ ও এলাকার পানি নিষ্কাশনে নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় অবৈধভাবে নির্মিত গেইট ও নালার প্রতিবন্ধকতা অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা করে দেন। অভিযানে অবৈধভাবে পশুর হাট বসানোর অপরাধে এশিয়ান হাইওয়ে, মোহাম্মদপুর বিসমিল্লাহ এগ্রো ও শুলকবহর ফাতেমা এগ্রো’র বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে কর্ণফুলী নুর নগর পশুর হাট পরিদর্শন করা হয়। এই সময় পশু ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ইজারাদার কর্তৃক সার্বক্ষণিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করাসহ জীবাণু নাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করা এবং পর্যাপ্ত পরিমানে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার রাখার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকমিশন অন গ্লোবাল ওয়ার্ক এডুকেশনের চেয়ারম্যান হলেন ড. গোলাম মাতবর
পরবর্তী নিবন্ধমাওলানা ওবায়দুল্লাহ পটিয়া মাদ্রাসার নতুন মহাপরিচালক