অবশেষে স্থগিত শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ মে, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

অবশেষে স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম। গতকাল দুপুরে আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের সাথে অনুষ্ঠিত জুম মিটিংয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গতকালের এক স্মারকমূলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইউনিক ডাটাবেস তৈরির জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হওয়ার দিনক্ষণ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের বেনবেইস। কিন্তু অনলাইনে জন্মনিবন্ধন করতে গিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভোগান্তি চরমে উঠে। গতকাল বিষয়টি নিয়ে দৈনিক আজাদী ‘জন্মনিবন্ধন পেতে ভোগান্তি’ শীর্ষক প্রধান প্রতিবেদন প্রকাশ করে। গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এস্টাব্লিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস) এর শীর্ষ কর্মকর্তারা আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে জুম মিটিং করেন। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চট্টগ্রাম থেকে দৈনিক আজাদী পত্রিকার প্রতিবেদন পাঠানো হয় শিক্ষা সচিব বরাবরে। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। অবশেষে গতকাল দুপুরেই এ কার্যক্রম স্থগিত করে বলা হয়, শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান সংক্রান্ত বিষয়ে তথ্যছক সরবরাহ ও নির্ধারিত সময়ে অনলাইন জন্মনিবন্ধনসহ শিক্ষা প্রতিষ্ঠানে হাজির করতে করোনাকালে স্বাস্থ্য ঝুঁকিসহ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন না হওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত তথ্যছক পূরণ ও অনলাইন জন্মনিবন্ধন সনদপত্র সংগ্রহ কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষা কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে বলেও প্রকল্প পরিচালক প্রফেসর মোহাম্মদ সামছুল আলম স্বাক্ষরিত সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধইঞ্জিন ক্রয়ে সবচেয়ে বড় প্রকল্প