অপ্রতিদ্বন্দ্বী কাজী নজরুল ইসলাম

তাওহীদুল ইসলাম নূরী | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

‘আমি চিরতরে দূরে সরে যাব, তবুও দেব না আমায় ভুলিতে’ বলে কবি নজরুল প্রবল আত্মবিশ্বাস নিয়ে সেদিন মৃত্যুর পরও বেঁচে থাকার আকুতি প্রকাশ করেছিলেন। আর, সত্যি সত্যি অনন্য অসাধারণ কবিতা, প্রবন্ধ, গজল-গান, উপন্যাস এবং গ্রন্থ রচনা করে বছরের পর বছর, যুগের পর যুগ আজ মৃত্যুর ৪৬ বছর পরেও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যাঙ্গনে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন। বর্তমান সময়ে তাঁর মত একজন সৃষ্টিশীল মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর।

কারণ, বিদ্রোহ, প্রেরণা, প্রেম-বিরহ সর্বোপরি ধর্মীয় চিন্তা-চেতনার সকল রূপ দেখতে পাই একজন নজরুলের লিখনীর মাঝেই। কিন্তু, কালের বিবর্তনে আমরা তাঁকে যথাযথ মূল্যায়ন করছি বলে আমার মনে হয় না।

মনে রাখতে হবে যেখানে যোগ্যদের যথাযথ মূল্যায়ন করা হয় না, সেখানে অনুপ্রেরণার অভাবে আর যোগ্য লোক সৃষ্টি হয় না। তাই, শতাব্দীর পর শতাব্দী চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যথাযথ মূল্যায়ন। সৃষ্টি হোক আরও অসংখ্য নজরুলের।

পূর্ববর্তী নিবন্ধকাজী নজরুল ইসলাম : প্রেম-দ্রোহের বহ্নিশিখা
পরবর্তী নিবন্ধনজরুল ইসলামের অসামপ্রদায়িকতা