অপহরণ, নাকি চিকিৎসার জন্য হাসপাতালে?

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আজম খান (৩৬) নামে এক ব্যক্তিকে একটি কালো প্রাইভেট কারে তুলে নিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। গতকাল ১৪ ডিসেম্বর সোমবার ভোরে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজম খান রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সালেহ মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত মাওলানা রুহুল আমীনের পুত্র। অপহৃতের স্ত্রী সাবরিনা আকতার দাবি করেছেন তার স্বামী ভোর ৫টায় ফজরের নামাজ পড়তে বের হয়ে অদুদিয়া সড়কে উঠার সাথে সাথে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কালো প্রাইভেট কারের ভিতরে থাকা দুর্বৃত্তরা তাকে জোর তুলে নিয়ে যায়। তিনি বলেন, আমি দৃশ্যটি বাড়ির বেলকনি থেকে দেখে চিৎকার করতে থাকলে গাড়িটি চলে যায়। ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এই ঘটনা জানিয়ে আমি রাউজান থানায় অভিযোগ দিয়েছি। থানা পুলিশ আমাকে বিকেল ৫টা পর্যন্ত সময় দেন। কিন্তু তার স্বামী এর পরেও ঘরে এখনো ফিরেনি বলে তিনি জানান। তিনি তার স্বামীর সাথে এক আত্মীয়ের লেনদেন ছিল বলে জানান। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুদল্লাহ আল হারুন বলেন এটি কোনো অপহরণ ঘটনা নয়। ওই ব্যক্তিকে তার মা বোন মানসিক চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমিত্রবাহিনী বিনাশর্তে আত্মসমর্পণের চূড়ান্ত সময় বেঁধে দেয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত আরো ১৯৩ মৃত্যু ২ জনের