অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার পাঁচ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) গোয়েন্দা (উত্তরদক্ষিণ) বিভাগের একটি দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন আমানুল হক (২৪), সুজন চৌধুরী (২৭), মো. বাপ্পি মিয়া (২৫), মো. রাশেদ (২১) ও মো. হৃদয়। তারা সবাই সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

সিএমপির গোয়েন্দা (উত্তরদক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে নগরের ওয়াসা মোড় থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য মাইক্রোবাস নিয়ে অবস্থান করছিল। মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। পাশাপাশি অপহরণের শিকার আব্দুল মতিনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধরমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস
পরবর্তী নিবন্ধএলপিজির দাম কমল ২৪৪ টাকা