অনেক স্থানে বড় বড় গর্ত, সীমাহীন দুর্ভোগ

ব্যারিস্টার সানাউল্লাহ সড়ক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক ব্যারিস্টার সানাউল্লাহ সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ফলে দীর্ঘ দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় দুই বছর পূর্বে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার, মেরামত ও উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। পরে নিয়োজিত ঠিকাদার কিছু কাজ ও করেছিল। কিন্তু ঠিকাদারের কাজের দীর্ঘসূত্রতার কারণে সড়কটির উন্নয়ন কাজ বাতিল হয়ে যায়। এরপর থেকে এই সড়ক পথে চলাচলকারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়ক পথে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। অসুস্থ কিংবা গর্ভবতী রোগী এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জয়শ্রী দের কাছে জানতে চাইলে তিনি বলেন সড়কটি সংস্কার, মেরামত ও উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। ঠিকাদার কিছু কাজ ও করেছিল। কাজের দীর্ঘসূত্রতার কারণে সড়ক উন্নয়নের টেন্ডার বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে এই সড়ক কার্পেটিং করলে টেকসই হবে না। তাই সড়কের স্থায়ীত্বের জন্য আরসিসি ঢালাই করতে হবে। বরাদ্দ পাওয়া গেলে সড়কের উন্নয়ন কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর মহানগর সম্মেলন প্রস্তুতি পরিষদের সভা
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব