অনুশীলনে যোগ দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

কুঁচকির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল বেশ লম্বা সময় নিয়ে নিজের ব্যাটিং ঝালিয়ে নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগে সাকিবের। বৃহস্পতিবার স্ক্যান করিয়ে তার রিপোর্ট পাওয়া যায় ভালো। সতর্কতা হিসেবে শুক্রবারও ছিলেন বিশ্রামে। অবশেষে দলকে স্বস্তি দিয়ে গতকাল শনিবার দুপুরে নামেন অনুশীলনে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটার মাঠে নামেন দুপুর দেড়টার দিকে। সাকিব ড্রেসিং রুম থেকে বের হন দুইটার দিকে। প্যাড-গ্লাভস পরে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়েই নামেন মাঠে। হালকা একটু স্ট্রেচিং করে শুরু করেন নেট সেশন। শুরুতে নেট বোলার দুই স্পিনারের বলে হালকা নক করেন সাকিব। এরপর নেট বোলারদের সঙ্গে যোগ দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। মিনিট বিশেক স্পিন খেলার পর পেসার তাসকিন আহমেদের পাশাপাশি খেলেন থ্রো-ডাউনও। পরে সেন্টার উইকেটে খেলেন পেস-স্পিনই। ব্যাটিং সেশন শেষে ফিজিও জুলিয়া কালেফাতোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় সাকিবকে। এ দিন বোলিং করতে দেখা যায়নি তাকে।

পূর্ববর্তী নিবন্ধদুর্দান্ত জয় দিয়ে ফিরল বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধটেস্ট দলে চাটগাঁর দুই তরুন রাব্বি এবং নাঈম