অদিতি সঙ্গীত নিকেতনের ত্রয়োবিংশ বর্ষপূর্তি উৎসব

| শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয় অদিতি সঙ্গীত নিকেতনের ত্রয়োবিংশ বর্ষপূতি। এ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানে গতকাল সংগঠনের সভাপতি আবিদা আজাদের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল।

১ম দিবসে ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিক সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. . ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় সদ্য একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ জিন বোধী ভিক্ষু, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, প্রকৌশলী তরুণ তপন দত্ত, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। পূর্ণা দাশ ও অনুপমা দাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী সুমন চৌধুরী। উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল বলেছেন, বাঙালির হাজার বছরের গৌরবময় ঐতিহ্য হলো সংস্কৃতি চর্চা। সংস্কৃতি শুধু মুখে মুখে চর্চা হয় না বরং একজন মানুষ অন্যজনের সাথে কেমন আচরণ করছে, কেমন দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন তাতেও সংস্কৃতি চর্চা পরিলক্ষিত হয়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমরা লালন ও ধারণ করতে পারলেই আমাদের সাংস্কৃতিক বিকাশ আরও সমৃদ্ধি লাভ করবে। আজ ২য় দিনে অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সাবেক চসিক প্রশাসন খোরশেদ আলম সুজন, সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এস এম আল মামুন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারে সকল ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে : এমপি মোতাহের