ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে : এমপি মোতাহের

বাগীশিক পটিয়া উপজেলা সংসদের অভিষেক

| শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। সমাজে বর্তমানে যেসব অস্থিরতা বিরাজ করছে তার মূলে রয়েছে ধর্মহীনতা। সব ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সমাজ ও দেশ হয়ে উঠবে শান্তিময়।

তিনি গতকাল শুক্রবার বাগীশিক পটিয়া উপজেলা সংসদ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পটিয়া ক্লাব মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার বিশ্বাস। ধর্মীয় আলোচক ছিলেন রণনাথ ব্রহ্মচারী। সংবর্ধিত অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় সত্যজিৎ দাশ রুপু, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, বাগীশিক মহানগর সংসদের সাবেক সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি দেবাশীষ ধর বাপনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. সঞ্জয় দে। সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রিয়তোষ সরকার রাসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি শিক্ষক দেবাশীষ দত্ত ক্রেডিট, দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সহসভাপতি অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, বাগীশিক দক্ষিণ জেলার সহসভাপতি পুলক কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বাগীশিক জেলা, উপজেলা ও পটিয়া উপজেলার অধীনস্থ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের ত্রয়োবিংশ বর্ষপূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধপিছিয়ে পড়া বাঁশখালীকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি