কিছুটা স্থিরচিত্রে তোমাকে ভাবছি।
কিছুটা ছবির মতো তোমাকে মনে হচ্ছে।
আশেপাশে গাছপালায় ঢাকা সবুজ
প্রেক্ষাপট তোমাকে মোহনীয় করেছে।
কিছুটা শান্ত ভাব – যেন একটা নদী।
কিছুটা স্পন্দনহীন – যেন পাথরের মতো
অদ্ভুত এক থেমে থাকা
গাঢ় মনোনিবেশ।
কিছুটা ঋষির মতো।
যেন বহু যুগ ধরে ধ্যানে বসে আছো
মৌন মুখর, অবিচল।
অথচ তুমি তা নও।
তুমি আমাদের প্রাণের প্রবাহ
গতিময় – সুন্দর।
ভাষাভোর, ভাষাবোধে উজ্জ্বল
আলো।
উড়ে বেড়ানো প্রজাপতি
জীবনের এক অদ্ভূত কৌশল।