অটোরিকশা-বাস জ্যামে পড়লেই ছিনতাই করে তারা

আগ্রাবাদ থেকে গ্রেফতার তিন ছিনতাইকারী

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৮:২৩ অপরাহ্ণ

আগ্রাবাদ এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা, বাস থেকে মানুষের মোবাইল ও জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।
এমন তিনজন পেশাদার ছিনতাইকারীকে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার তিন ছিনতাইকারী হলো মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন বালিরগাও এলাকার আবুল হোসেনের ছেলে মো. জীবন (২২), কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন রঘুরামপুর এলাকার মোবারক আলীর ছেলে মো. সুজন (২০) ও মুরাদনগর থানাধীন গৌরিপুর এলাকার মো. মনিরের ছেলে মো. আরিফ (২২)। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে। বাংলানিউজ
তাদের মধ্যে গ্রেফতার মো. জীবনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট নয়টি ও মো. সুজনের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, “আগ্রাবাদ এলাকা থেকে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি অস্ত্র, গুলি ও ছুরি উদ্ধার করা হয়েছে। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়ার নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।”
এসআই অর্নব বড়ুয়া বলেন, “গ্রেফতার জীবন ও সুজন পেশাদার ছিনতাইকারী। বিভিন্ন সময় গ্রেফতার হয়ে কারাগারে গেলেও জামিনে এসে ফের ছিনতাইয়ে জড়িয়ে পড়ে তারা। তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আগ্রাবাদ, ফকিরহাট, দেওয়ানহাট, চৌমুহনী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা, বাস কিছুটা জ্যামে পড়লে সেখান থেকে তারা ছিনতাই করে।”
গ্রেফতার মো. জীবনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট নয়টি ও মো. সুজনের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান এসআই অর্নব বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাঞ্চননগরে ওয়াগন লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বন্ধ