স্ক্রিনপ্লে

ঋষিণ দস্তিদার | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ১১:৫২ পূর্বাহ্ণ

লিখছিল উপুড় হয়ে
সমস্ত গলিঘুঁজির ধোঁয়া শুষে
আঁধার এক, তার খাতায় জমল।

ছবি আঁকার ফাঁকে অমনোযোগী
কারো চোখ জানালায়- পর্দা দুলছে
ফুটছে কালো মেঘ, ধারা আসন্নবর্তী

মাঝে মাঝে দৃশ্যবিশেষে
স্বভাব-খেদানো মুঠি, ভাত দাও বলে
খোঁড়া নিরন্ন ঢুকে পড়ছে অনাহুত
নেপথ্য গুঞ্জন ঠেলে তখন হাঁক-
সাইলেন্স! রোল-ক্যামেরা-একশান।

নাম টুকে রেখে
সেটের মহাকাল তালিকা গোটায়
বার-লগ্ন না মিলুক হাফ-পঞ্জিকায়
বৃষ্টির পর সব ক’টা গ্যাসবেলুন
পেয়ে যাচ্ছে বিস্মরণের ছুটি।

পূর্ববর্তী নিবন্ধবেটারি গলি
পরবর্তী নিবন্ধশূন্য