শূন্য

শাফিনূর শাফিন | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ১১:৫২ পূর্বাহ্ণ

কোন কোন মানুষের ভিতর লুকিয়ে থাকে সন্ধ্যায় ফুটে থাকা হাস্নাহেনার ঘ্রাণ। আমরা গন্ধ শুঁকে শুঁকে পৌঁছে যাই তাদের শরীরের কাছে। যেখানে আমরা পেয়ে যাই মৃত হৃদয়ের ক্ষত। অথচ আমাদের কথা ছিল আরব্য রজনীর গল্প শুনতে শুনতে অগ্নিচুল্লির পাশে বসে পরস্পরকে আগুনের ভাগ দেয়ার।

তুমি কখনো পড়েছ ক্ষোভের গল্প? চুপ করে জমে উঠা বরফের মতো ক্ষোভ?

পূর্ববর্তী নিবন্ধস্ক্রিনপ্লে
পরবর্তী নিবন্ধগুটিকয় গুটিপোকা