(৩২,৩৩২)
ছোট্ট সোনার স্বপ্ন ভারি
বলবো কি যে রকমারি,
নতুন স্বপ্ন বুনছে যে সে
স্বপ্নের ঢেউয়ে যাচ্ছে ভেসে।
ভাবছে সে যে পড়তে বসে
একদিন যাবে অচিন দেশে,
ভাবছে আবার কবিতা লিখে
নাম হবে তার দিকে দিকে।
বাবা মায়ের ছোট্ট সোনা,
জয় হোক তার স্বপ্ন বোনা।
তাজহিয়া শেহেরিন মাহির | বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ