চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১০.০৮ কোটি টাকা। ১,৮৩৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৫১.৬১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯৬.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,০১৭.৫০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৮.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮৮.৪১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১০.৯৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০৩.৫৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৬৯.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৬১.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৭,০৭৯.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২৩.৫৯ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০২ টির, দাম কমেছে ৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টির।