শেষ ওভারে খেই হারিয়ে ফেললেন মোস্তাফিজ

স্পোর্টস | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

এবারের আইপিএলে শুরু থেকেই দারুণ পারফর্ম করছেন মোস্তাফিজ। ৩ উইকেট নিয়ে আসর শুরু। পরের দুই ম্যাচে উইকেট না পেলেও কিপটে বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন। গতকাল শনিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে মোস্তাফিজুর রহমান প্রথম তিন ওভারে বেশ ভালো বোলিং করেন। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাটাররা তার ওই তিন ওভারে নিতে পারেন মোটে ২০ রান। এই মোস্তাফিজই নিজের শেষ ওভার করতে এসে খেই হারিয়ে ফেললেন। এক ওভারেই দিলেন ২৮ রান। কাটার মাস্টারকে লজ্জার এক ওভার উপহার দিয়েছেন ব্যাঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক। ১৮তম ওভারে তার কোনো বলই সীমানাছাড়া করতে ছাড়েননি দিনেশ কার্তিক। প্রথম তিন বলে বাউন্ডারির পর চতুর্থ আর পঞ্চম বলে ছক্কা হাঁকান কার্তিক। শেষ বলটিতে মারেন আরেকটি চার। সবমিলিয়ে ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য মোস্তাফিজ। মোস্তাফিজের এমন ‘বাজে’ বোলিংয়ের দিনে রান পাহাড়ে চড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৫ উইকেটে তারা ১৮৯ রান তুলে নেয়। অথচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো ছিল না ব্যাঙ্গালুরুর। ১৩ রানের মধ্যে দুই ওপেনার অনুজ রাওয়াত (০) আর ফ্যাফ ডু প্লেসিকে (৮) হারিয়ে বসে তারা। এরপর ব্যর্থতার পরিচয় দেন দলের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিও (১৪ বলে ১২)। গ্লেন ম্যাঙওয়েল ঝড় তুলেছিলেন। ৩৪ বলে ৫৫ রান করা এই ব্যাটার ইনিংসের ১২তম ওভারে সাজঘরে ফিরলে ৯২ রানে ৫ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। সেখানে দাঁড়িয়ে দিনেশ কার্তিকের তান্ডব। শাহবাজ আহমেদকে নিয়ে ৫২ বলে ৯৭ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৪ বলে ৫টি করে চার-ছক্কায় শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৬ রানে। ২১ বলে হার না মানা ৩২ করেন শাহবাজ। দিল্লি বোলারদের মধ্যে শুধু মোস্তাফিজ নন, মার খেয়েছেন কুলদ্বীপ-খলিলও। কুলদ্বীপ ৪ ওভারে দেন ৪৬ রান, খলিলের খরচ ৩৬। দুজনই অবশ্য একটি করে উইকেট পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধটানা ষষ্ঠ ম্যাচে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স
পরবর্তী নিবন্ধআবাহনী-মোহনবাগান ম্যাচের দিকে তাকিয়ে দুই বাংলা