শিশুসাহিত্যিক ও গীতিকার ফারুক হাসানের ইন্তেকাল

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট শিশুসাহিত্যিক, গীতিকার, কথন সম্পাদক ফারুক হাসান গতকাল বৃহস্পতিবার রাত ৩.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদে জোহর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পটিয়ার চরকানাইস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি, স্বকাল শিশুসাহিত্য সংসদ, বাংলাদেশ গীতিকবি সংসদ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকানুনগোপাড়া বসন্ত নাট্য উৎসব ও একজন বন চৌধুরী
পরবর্তী নিবন্ধজেলা পূজা উদযাপন পরিষদের গৌর পূর্ণিমা উৎসব