রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৪ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি  | সোমবার , ১৬ জুন, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ৪ বসতঘর। গত শনিবার বিকেলে রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কাউখালি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঐদিন বিকেলে আগুন লেগে আধাঘন্টার ব্যবধানে সেমিপাকা ৪ টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন মো. মুসা, মো. জসিম, আবদুর রহিম ও মো. রুবেল। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। ফায়ার সার্ভিসের কাউখালি স্টেশনের টিম লিডার মো. আবদুল মান্নান জানান, দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিকের বিকল্প সন্ধানের পরামর্শ
পরবর্তী নিবন্ধগণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন