যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন ‘চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’ এর আসন্ন নির্বাচন ঘিরে সক্রিয় প্রার্থী ও সমর্থকরা। আসছে ১৯ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল গত ৭ সেপ্টেম্বর। এদিন ঘোষিত তফসিল অনুযায়ী, ব্রুকলিনের চট্টগ্রাম সমিতির নিজস্ব কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয় নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শেখ মোহাম্মদ খালেদ, কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা রুহুল আমিন হোসেন, শাহাব উদ্দিন সাগর, মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী ও মোহাম্মদ সেলিম হারুন। খবর বিডিনিউজের।
নির্বাচন কমিশনের মুখপাত্র শাহাব উদ্দিন সাগর বলেন, সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৯ পদে। এই ১৯ পদে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুটি প্যানেল এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে তাহের–আরিফ প্যানেলে সভাপতি প্রার্থী মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. আরিফুল ইসলাম। অন্যদিকে মাকসুদ–সিরাজি প্যানেলে সভাপতি প্রার্থী মাকসুদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদ হোসেন সিরাজী।