ব্যাটার পারভেজ হোসেন ইমনের হাফ–সেঞ্চুরি এবং বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার ডারউইনে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচে ৭৭ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ এইচপি দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে বাংলাদেশ এইচপি। বাংলাদেশ এইচপির হয়ে ৭টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন ইমন। এরপর বাংলাদেশের বোলারদের তোপে ১৫ দশমিক ২ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় মেলবোর্ন রেনেগেডস। ৩ ওভার করে বল করে রিপন মন্ডল ১২ রানে এবং রাকিবুল হাসান ২১ রানে ৩টি উইকেট করে নেন। আবু হায়দার রনি ও আলিস আল ইসলাম ২টি করে উইকেট নেন। মেলবোর্ন অবশ্য প্রথম সারির খেলোয়াড়দের ছাড়াই ম্যাচ খেলতে নেমেছিলো।
বাংলাদেশ এইচপির ওপেনার তানজিদ হাসান তামিম ৪টি চারে ১৭ এবং জিশান আলম ২টি চারে ১০ রানে আউট হন। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব শূন্য ফিরলেও, আকবর আলি ২১ এবং শামিম হোসেনের ২৫ রানের উপর ভর করে ১৭০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১৭১ রানের টার্গেট বাংলাদেশের বোলারদের তোপে ৯৩ রানে শেষ হয় মেলবোর্ন রেনেগেডসের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন জশুয়া ব্রাউন।