মুজিবুর

দীপক বড়ুয়া | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

দীপ্ত চোখে উদাস হাসি কন্ঠে জয়ধ্বনি
বাংলামায়ের বীরযোদ্ধা সুপ্ত নয়নমনি
নির্যাতিতের বজ্রমানিক শোষিতদের প্রাণ
হারিয়ে যাওয়া ফুলপাঁপড়ির সুগন্ধিত ঘ্রাণ!

সেই মুজিবুর পদ্মা মেঘনা যমুনার ওই জল
কর্ণফুলির লক্ষ আশা দুখিনী মা’র বল
বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধা বীর
ন্যায়পথের উছল নায়ক, উদ্যত সেই শির!

শেখ মুজিবুর দীপ্ত শপথ অন্যায় প্রতিবাদ
নীলআকাশের জ্বলজ্বলজ্বল পূর্ণিমারই চাঁদ
সাগর জলের কুটিকুটি উপচে পড়া ঢেউ
লক্ষ প্রাণের মহান হৃদয় দূরের নয়তো কেউ!

একটি মুজিব, বঙ্গবন্ধু এবং জাতির পিতা
সাগর পাহাড় সবুজ মাঠের বন্ধু স্বজন মিতা
সূর্যআলোয় দাঁড়িয়ে আছে সেই মুজিবুর আজ
আজকে থেকে থাকবে আলো, নামবে নাতো সাঁঝ!

পূর্ববর্তী নিবন্ধএমন শিশু চাই
পরবর্তী নিবন্ধশেখ মুজিব