মহেশখালীতে আগুনে পুড়ল ছয় বসতঘর

মহেশখালী প্রতিনিধি

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজার এলাকার মধ্যমপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কুতুবজুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সেকাব উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৮টায় ওই গ্রামের এজাহার মিয়ার পুত্র কামাল পাশার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে এ আগুন পার্শ্ববর্তী তার অপর তিন ভাই দেলোয়ার হোসেন, নাজির হোসেন ও বেলাল

হোসেন এবং প্রতিবেশী জাফর আলম, শাহেদ, গফুর ও সোনা খাতুনের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ছয়টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে নগদ ২৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।