ভালোবাসুন, ভালো রাখুন এবং ভালো থাকুন

ইকরাম আকাশ | শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

কারো সাথে কথা বলাটা একটা ধৈর্যের বিষয়, তাতে শিক্ষণীয় অনেক কিছুই থেকে থাকে। যা আমরা অনেকেই অবহেলার চোখে দেখি। যে চুপ থাকে সে কোনো যন্ত্রণায় বাকরুদ্ধ হয়ে থাকে; শ্বাস ফেলতে সে হয়তো অনেক কথা বলে। তাকে অবজ্ঞা নয় বরং কথা শুনুন ভালোবাসুন নয়তো দেখা যাবে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে যা অনাকাঙ্ক্ষিত এবং সবার জন্য বিস্ময়ের হতে পারে। ভালোবাসুন, ভালো রাখুন এবং ভালো থাকুন।

পূর্ববর্তী নিবন্ধবাংলা মাটির সাথে
পরবর্তী নিবন্ধযুদ্ধ পৃথিবীতে আজ শিশুও ক্ষণিকের অতিথি