সিজেকেএস–সিডিএফএ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ফুটবলে অনেকটা সৌভাগ্যের জয় দিয়ে লিগ শুরু করেছে গতবারের রানার্স আপ ব্রাদার্স ইউনিয়ন। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় দিনের খেলায় ব্রাদার্স শেষ সময়ের গোলে ১–০ ব্যবধানে কাস্টমস এস. সি কে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। কাগজে কলমে শক্তিশালী দল হিসেবে বিবেচিত ব্রাদার্স ইউনিয়নকে তাদের তুলনায় কম শক্তির অফিস দল কাস্টমস্্ স্পোর্টস ক্লাবের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়। ব্রাদার্স তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি খেলার প্রথমার্ধে। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য অমিমাংসিত। এ অর্ধে কাস্টমসই ভালো ফুটবল উপহার দেয়। এ থেকে তারা দু’একটি সুযোগও লাভ করেছিল। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি তারা। খেলার ৩৭ মিনিটের সময় কাস্টমসের আতিকুর রহমানের দূরপাল্লার শট ব্রাদার্স কিপার কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। এ অর্ধের শেষ দিকে ব্রাদার্সের একটি আক্রমণ থেকে মিজানের হেড বারের উপর দিয়ে চলে যায়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ব্রাদার্স অনেকটা গুছিয়ে খেলার চেষ্টা করে। এ থেকে তারা বেশ কিছু আক্রমণ পরিচালনা করে। ১২ মিনিটে তাদের একটি আক্রমণ কাস্টমস কিপার সালাউদ্দিন শুয়ে পড়ে ঠেকিয়ে দেন। ৩৬ মিনিটে ব্রাদার্সের আতিকের কাছ থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় বাদল কাস্টমস গোলবারের উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন। এসময় ব্রাদার্সের আরো কয়েকটি আক্রমণ সুন্দরভাবে নস্যাৎ করেন কাস্টমস কিপার সালাউদ্দিন। কিন্তু এ অর্ধের শেষ দিকে গোল পেয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। খেলা তখন প্রায় ড্রয়ের দিকে যাচ্ছিল। ৪২ মিনিটের সময় ব্রাদার্সের বাদল বক্সের বাইরে প্রায় ৩৫ গজ দূর থেকে দূরন্ত এক শট নেন। সে শট কাস্টমস কিপারকে বোকা বানিয়ে জালে ঢুকে যায়। কোন চেষ্টা করতেই ব্যর্থ হন তিনি। ব্রাদার্স ইউনিয়ন দল হাঁফ ছেড়ে বাঁচে (১–০)। এ গোলের পরপরই আবারো আক্রমণে উঠা ব্রাদার্সের আশরাফুল কাস্টমস গোলমুখে চমৎকার এক শট নেন। তবে কাস্টমস কিপার সালাউদ্দিন এবার বল ধরে নেন। বাকি সময় আর কোন গোল না হলে অনেকটা স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের রানার্স আপ ব্রাদার্স ইউনিয়ন।
গতকালের ম্যাচ সেরা নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় বাদল। খেলা শেষে তার হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব। প্রিমিয়ার ফুটবল লিগে আজ বিকাল ৩.৩০টায় শতদল এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।