বাঁশখালীতে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পবিত্র কুরআন ও হাদিসের শিক্ষা করণীয় সম্পর্কে মতবিনিময় সভা গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা ফরিদুল আলম। ইসলামিক ফাউণ্ডেশন বাঁশখালী উপজেলা শাখার কর্মকর্তা মাওলানা আকতার হোছাইনের সঞ্চালনায় সভায় অতিথি ও আলোচক ছিলেন এম এ রহিম, আল্লামা হেলাল উদ্দিন, মাওলানা শাহ নুর মুহাম্মদ, মাওলানা হারুন রশিদ, মাওলানা এজাজ, মাওলানা ফোজায়েল, মাওলানা মোস্তাক, মাওলানা হাফেজ শহিদুল্লাহ প্রমুখ। সভায় বক্তারা ধর্মীয় রীতিনীতি মেনে সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।