ফটিকছড়ি উপজেলার মধ্যবিত্ত পরিবার সন্তান সরওয়ার। পেশায় সে একজন ব্যাংক কর্মকর্তা। মা, এক পুত্র সন্তান এবং স্ত্রীকে নিয়ে তার সাদামাটা জীবন। ২০২০ সালে সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়। নিজস্ব এবং সকলের সহযোগিতায় ২০২১ সালে তার লিভার ট্রান্সপ্লান্ট করা হয় দিল্লিতে। এরপর তার স্বাভাবিক জীবন চলছিল।
গত ২২ নভেম্বর তার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। সে দেরি না করে আবারো দিল্লি চলে যায়। তার লিভারে দুইটা ব্লক ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে অপারেশনের মাধ্যমে লিভারে স্ট্যান্ট পড়ানো হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে অপারেশন সফল হয়নি। লিভারে মারাত্মক ইনফেকশন হয়ে যায়। বর্তমানে সে আইসিইউ আছে।
জীবন যুদ্ধে জয়ী হতে লড়াই করে যাচ্ছে। তার এই পর্যন্ত ১৭ লক্ষ রুপি খরচ হয়ে গেছে। আরো ১৫ লক্ষ রুপির মত দরকার। সে এখন আর চিকিৎসা ব্যয় চালাতে অক্ষম। তাই সরওয়ার সাহায্য চেয়েছে।
সহায়তা পৌঁছানোর মাধ্যম : বিকাশ এবং নগদ : ০১৮১৫১৩৭০৫২ (ব্যক্তিগত), ব্যাংক একাউন্ট : সিটি ব্যাংক, হিসাব ধারীর নাম : মোহাম্মদ সরওয়ার উদ্দীন, হিসাব নং : ২২৫১৯২০০০৭০০১, আগ্রাবাদ শাখা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, হিসাবধারীর নাম : মেসার্স শাহে এন্টারপ্রাইজ, হিসাব নং : ১৪২১১০০০২২০৮৯, জুবলি রোড শাখা, চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।