ফটিকছড়ির চা-বাগানে লুকিয়ে ছিল ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

| শুক্রবার , ১৩ জুন, ২০২৫ at ১:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতনের মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন সাজা মাথায় নিয়েই পালিয়ে বেড়াচ্ছিল একুশ বছর! চট্টগ্রামের ফটিকছড়ির কর্ণফুলী চা-বাগানের গহিনে আত্মগোপন করে থাকা সেই পলাতক আসামি মো. আবু বক্করকে শেষমেষ পাকড়াও করল র‍্যাব-৭।

ঘটনাটি ২০০৪ সালের জুলাই মাস। ফটিকছড়ি থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে। তদন্ত ও বিচার শেষে আদালত আবু বক্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার সাজা দেন।

কিন্তু রায় ঘোষণার আগেই গা ঢাকা দেয় বক্কর। এরপর থেকেই পুলিশ, র‍্যাব ও প্রশাসনের চোখে ধুলো দিয়ে একের পর এক ঠিকানা বদল করে চলছিল পলায়ন।

র‍্যাব জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে, চা-বাগানের নির্জন এক কোণে আত্মগোপন করে আছে সেই মো. আবু বক্কর। এরপরই বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল হানা দেয় চা-বাগান এলাকায়। অনেকটা নাটকীয়ভাবেই তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানা গেছে, গ্রেফতারের পর তাঁকে ফটিকছড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের আলীকদমে নিখোঁজ নারী পর্যটক ঝর্নার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মাদক নিয়ে দম্পতি গ্রেপ্তার