প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিকের দূষণ রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি), মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও তাকদীসের আয়োজন ও সহযোগিতায় গতকাল শনিবার ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের ডিরি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সেমিনার।
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন এবং ডিরির ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সারওয়ার। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। মূল প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সারওয়ার প্লাস্টিকের দূষণের কারণ চিহ্নিত করে প্রতিরোধে ১২টি করণীয় সুপারিশ করেন। সেমিনারে অন্যান্য বক্তারা প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির প্রতি গুরুপ্তারোপ করেন। এর আগে শনিবার সকালে অতিথিবৃন্দ বৈষ্ণিক উষ্ণতা রোধ ও বজ্রপাত প্রতিরোধে ফটিকছড়ির নাজিরহাট এলাকায় সড়কের দুপাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি), মাইজভাণ্ডারী ফাউন্ডেশেন ও তাকদীস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।