জাপানের মন্ত্রিপরিষদ দপ্তরের শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০.২ শতাংশ কমেছে। এটি এক বছরের মধ্যে জাপানের অর্থনীতির প্রথম ত্রৈমাসিক সংকোচন। টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে। খবর বাসসের।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান দীর্ঘস্থায়ী স্থবিরতা কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক থেকে রেহাই পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে। শুক্রবার প্রকাশিত এই প্রাথমিক জিডিপি’র পরিসংখ্যানটি বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাপিয়ে গেছে। তাদের আশঙ্কা ছিলো এটি শূন্য দশমিক ১ শতাংশ হ্রাস পাবে। গত অক্টোবর–ডিসেম্বরে শূন্য দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এটি মন্থর। জাপানের অর্থনীতি শেষবারের মতো হ্রাস পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারি–মার্চ মাসে। তখন এটি শূন্য দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছিল ।
এই সংকোচনের মূল কারণ ছিল রপ্তানির শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস এবং আমদানির ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি। এর ফলে সম্মিলিতভাবে জাপানের জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা আগেই সতর্ক করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।