প্রথমবারের মতো করোনা রোগী পেল টোঙ্গা

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। গত শুক্রবার প্রথম রোগী নিশ্চিত হওয়ার পর টোঙ্গাবাসীরা করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন। পুরোপুটি টিকা নেওয়া এক ব্যক্তি একটি প্রত্যাবাসন ফ্লাইটে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে বিবিসি। আগামী সপ্তাহ থেকে টোঙ্গার প্রধান দ্বীপ টঙ্গেটাপুর বাসিন্দারা সম্ভাব্য লকডাউনের মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী পোহিভা তু’ই’ওনেতোয়া। খবর বিডিনিউজের।
শেষ যে দেশগুলোতে এখনও করোনাভাইরাস মহামারী পৌঁছায়নি টোঙ্গা তাদের অন্যতম ছিল। নিউজিল্যান্ডের উত্তরপশ্চিমের এই দ্বীপ দেশটিতে এক লাখেরও বেশি মানুষ বসবাস করে। টোঙ্গার মোট জনসংখ্যায় মাত্র এক তৃতীয়াংশ পুরোপুরি টিকা নিয়েছেন। কিন্তু জাতীয় টিকাদান সমন্বয়কারী আফু তেই জানিয়েছেন, এখন ডোজ নেওয়ার জন্য হাজার হাজার মানুষ টিকাকেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে একটি প্রত্যাবাসন ফ্লাইটে দেশে ফেরা ২১৫ জনের মধ্যে সংক্রমিত ওই ব্যক্তিও ছিলেন। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ছাড়ার আগে করা পরীক্ষায় ওই ব্যক্তির ফল নেগেটিভ এসেছিল।

কিন্তু টোঙ্গার কর্তৃপক্ষ বলেছে, বাধ্যতামূলকভাবে পরিচালিত আইসোলেশনে থাকাকালে বৃহস্পতিবার করা রুটিন পরীক্ষায় তার ফল পজিটিভ আসে।

পূর্ববর্তী নিবন্ধলেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সৌদি আরব
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী