সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

‘রক্তের প্রয়োজনে, মানবতার কল্যাণে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের শত শত সদস্য অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রত্যেক সংগঠনকে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন উপদেষ্টামন্ডলীর সদস্যরা। গত শুক্রবার দিনব্যাপী সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ ও ইলিয়াস হোসেন ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি ও নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিন, মুরাদপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা ইউসুফ শাহ, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো করোনা রোগী পেল টোঙ্গা
পরবর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলার প্রতিনিধি সভা