অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলার প্রতিনিধি সভা

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলার উদ্যোগে এক প্রতিনিধি সভা গত শুক্রবার বিকেল ৩টায় আনোয়ারা মাজার গেইট শাখা কার্যালয়ে উপজেলার সভাপতি নুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
তিনি বলেন, চট্টগ্রাম হাইওয়ে পুলিশের সিএনজি অটোরিকশা চালকদের বে-আইনীভাবে হয়রানি ও টু বাণিজ্যের কারণে সিএনজি চালকেরা অসহায় হয়ে পড়েছে। শুধুু তাই নয়, বেল্লা পাড়া ব্রীজ অতিক্রম না করলেও কোন কোন মেট্রো গাড়ীর চালকদেরকে আটক, হেনাস্থা ও জরিমানা করে নাজেহাল করছে। তিনি অবিলম্বে এসব হয়রানি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এতে আরো বক্তব্য রাখেন ইউনিয়রেনর কেন্দ্রীয় কমিটির নেতা শফিকুল ইসলাম শ্রমজীবী, উপজেলা কমিটির কার্যকরী সভাপতি আবু ছালেহ, জেবল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইকবাল, অর্থ সম্পাদ দিদার, মো. বেলাল, মো. শাহাদাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধরণজিৎ রক্ষিত নতুন প্রজন্মের জন্য একটি অনুসরণীয় নাম