শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আগত পূজারী-দর্শনার্থীদের গমনাগমন ও নিরবচ্ছিন্ন যানচলাচল নিশ্চিতকরণের পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক কার্যক্রম পরিচালনার স্বার্থে সিএমপি ট্রাফিক-দক্ষিণ বিভাগের পক্ষ থেকে নির্ধারিত স্থান ও রাস্তাসমূহে আগামী ২ অক্টোবর রোববার থেকে সকল ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করাসহ নির্দিষ্ট ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে সিএমপি কমিশনারের সভাপতিত্বে ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এর সভাপতিত্বে পৃথক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত ও নির্দেশনাগুলো হচ্ছে-দূর্গাপূজা চলাকালীন সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক মহানগরীতে মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও সকল ধরনের ভারী যানবাহন (স্টিকারযুক্ত ও স্টিকারছাড়া) প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নতুন ব্রিজ থেকে আগত ট্রাক-কাভার্ডভ্যানসহ সকল মালবাহী ভারী যানবাহন কবি কাজী নজরুল ইসলাম রোডে না গিয়ে ফিরিঙ্গীবাজার-কোতোয়ালী মোড়-নিউ মার্কেট-স্টেশন রোড হয়ে যাতায়াত করবে।
মাঝিরঘাট থেকে আগত বাস, ট্রাক ও কাভার্ডভ্যানগুলো ইসলামিয়া কলেজ মোড় থেকে কাব কাজী নজরুল ইসলাম রোড হয়ে ফিরিঙ্গীবাজার-মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে পারবে। ইসলামিয়া কলেজ মোড় থেকে কোনো অবস্থাতেই কালী বাড়ী ও নিউ মার্কেটের দিকে চলাচল করবে না।
খাতুনগঞ্জ ও আছদগঞ্জমুখী সকল মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান টেরিবাজার দিয়ে প্রবেশ না করে আমানত শাহ মাজার- আনসার ক্লাব হয়ে অথবা মেরিন ড্রাইভ রোড দিয়ে চাকতাই হয়ে খাতুনগঞ্জে প্রবেশ করতে পারবে। মালামাল লোড-আনলোড শেষে সকল ধরনের ভারী যানবাহন রাজাখালী-মেরিন ড্রাইভ হয়ে বের হবে। তবে কোনো অবস্থাতেই টেরিবাজার ও আমানত শাহ মাজারের সামনে দিয়ে বের হতে পারবে না। চাকতাইমুখী সকল ধরনের ভারী যানবাহন রাজাখালী-চাকতাই রোড দিয়ে আসা-যাওয়া করবে।
দুর্গাপূজা চলাকালীন মহানগরীতে সকল মালবাহী ভারী যানবাহন কদমতলী থেকে নেওয়াজ হোটেলের সামনে দিয়ে আইস ফ্যাক্টরি রোডে চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গাড়িগুলো নেওয়াজ হোটেল হতে আইস ফ্যাক্টরি রোডে প্রবেশ না করে মাঝিরঘাট অথবা কদমতলী হয়ে চলাচল করবে। দুর্গাপূজা চলাকালীন নগরীর টেরিবাজার গ্যাপে, কেবি আবদুস ছাত্তার রোডের মুখে এবং গুডস্ হিল (গণি বেকারি) প্রবেশ মুখে রোড ব্লক স্থাপন করা হবে।
প্রতিমা বিসর্জনের দিন অর্থাৎ ৫ অক্টোবর বুধবার দুপুর ২টা থেকে নগরীর ফিরিঙ্গীবাজার ও মেরিন ড্রাইভ রোডে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানসমূহ যথাযথ মর্যাদায় উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ নগরবাসী ও সকল প্রকার পরিবহন মালিক-চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।