পাহাড়তলীতে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে রেলওয়ে, পাইপ জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৮:০৭ পূর্বাহ্ণ

পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ পানির লাইন বিচ্ছিন্ন করেছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পানির পাইপসহ সংযোগের বিভিন্ন ধরণের ফিটিংস। গতকাল ২২ নভেম্বর পাহাড়তলী এলাকার সেগুন বাগান বস্তিতে এ অভিযান চালানো হয়। পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বিপুল পরিমাণ মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, রেলওয়ের বৈধ সংযোগগুলো থেকে ওই বস্তিতে টেনে নেওয়া হয়েছে বিপুল পরিমাণে অবৈধ পাইপ লাইন। সেখানে এসব অবৈধ লাইনের সাথে পানির মোটর বসিয়ে দিয়ে পানি বিক্রি করা হচ্ছিল ওই বস্তিসহ আশপাশের বস্তিগুলোতে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় রেলওয়ে প্রকৌশল বিভাগ। অভিযানকালে উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব, রেলওয়ের পাহাড়তলী চৌকির নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে সহযোগিতা করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যবসা পরিচালনায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪২ জন