‘ব্যবসা পরিচালনায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক’

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ব্যবসায়িক প্রয়োজনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করলে কর্পোরেশন তা দিতে বাধ্য। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকা আবশ্যক। এটি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালনা, আয়কর-ভ্যাট আনুসাঙ্গিক অন্যান্য কাজ করা অসম্ভব। ব্যবসার ধরণ অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করলে তা, একক ভাবে নাকি সমিতির মাধ্যমে করবে তা যাচাই করা কর্পোরেশনের কাজ না। বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কোন নির্দেশনা থাকলে সেক্ষেত্রে চসিক তা মেনে চলবে।
গতকাল রোববার সকালে কর্পোরেশনের টাইগারপাসস্থ কর্পোরেশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। এ সময় কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সমিতির সভাপতি শচীনন্দন গোস্বামী, সাধারণ সম্পাদক আবু সৈয়দ চৌধুরী, সহ-সভাপতি শামসুল আলম, যুগ্ম সম্পাদক নিতাই দেবনাথ, জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জামশেদ, প্রচার সম্পাদক সাগির আহম্মদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক সজল দে, জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াছ, তৌফিকুর রহমান, আবদুস সবুর, সত্যজিত সরকার পিন্টু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুজনের সাথে শিক্ষা বোর্ড কর্মচারী সংসদ সিবিএর নবগঠিত কমিটির সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে রেলওয়ে, পাইপ জব্দ