পাথরঘাটা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৮ অক্টোবর পরিষদের সভাপতি গোপাল দাশ টিপুর সভাপত্বিতে ও মান্না বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃ মন্দিরের দ্বিতীয় মোহন্ত মহারাজ শ্রীল ১০৮ বলরাম দাস মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ রন্জন দাশগুপ্ত, প্রণব দাশগুপ্ত, পরিমল দত্ত, সঞ্জয় সরকার, সুমন বিশ্বাংঙ্গী, রুপম দত্ত, সুভাষ দাশ রুপন, রানা দাশ, সাগর সেনগুপ্ত, জয় দাশ, কাজল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।