পলিব্যাগ নিষিদ্ধের দাবিতে জনসংযোগ ও মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ। গত শুক্রবার নগরীর দুই নাম্বারস্থ কর্ণফুলী কমপ্লেক্সে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সেসময় সংগঠনের স্বেচ্ছাসেবকেরা দোকানীদের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারের প্রতি উৎসাহিত করেন। পরে ২ নাম্বার মোড় এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মেহেরাজ চৌধুরী, মোবারক হোসেইন, ইফতেখার চৌধুরী, নাসরিন জাহান দিপা, সদস্য সৈয়দ মোহাম্মদ আশফাক, গোলাম রাউফু, সৈয়দা ইফফাত জাহান, হাবিবুর রহমান, পার্থ সরকার, রাতিন হোসেন প্রমুখ। সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, অন্তর্বর্তী কালীন সরকার পলিব্যাগ নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। ২০০২ সালে পলিব্যাগ নিষিদ্ধ করে আইন করা হয় কিন্তু সে আইন কাগজে কলমে থাকলেও এর বাস্তবায়ন নেই। সেসময় যথাযথ প্রচার প্রচারণার অভাবে তা কার্যকর হইনি। আমরা চাই এবার যাতে এই সিদ্ধান্ত বিফলে না যায়। যথাযথ পরিকল্পনা করে পলিব্যাগ নিষিদ্ধ করুন। বিকল্প পাট, চটের ব্যাগের দাম কমিয়ে ক্রেতাদের হাতে নাগালে আনুন। তবে সুযোগ আসবে। প্রেস বিজ্ঞপ্তি।