পতেঙ্গা ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৫ পূর্বাহ্ণ

‘নো মাস্ক নো সার্ভিস’- স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউরোধে সচেতনতা বাড়াতে পতেঙ্গা ট্রাফিক পুলিশের উদ্যোগে সোমবার (৩০ নভেম্বর) সকালে কাটগড় মোড়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

এসময় বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পতেঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাহেদ হাসান, সাংবাদিক সোহান, সাংবাদিক সাইদুর রহমান সাকিব, সার্জেন্ট টুটুল, পুলিশ সদস্য ইকবাল প্রমুখ।

এসময় টিআই জসিম উদ্দিন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে পরিকল্পনা ও কর্মসূচিতে আমাদের অবশ্যই সাধারণ মানুষদের সম্পৃক্ত করতে হবে। তাদের সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া আমরা শীতে করোনার সম্ভাব্য ঢেউ নিয়ন্ত্রণ করতে পারব না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনাপত্তিপত্রে আটকা সিডিএর অনন্যা আবাসিক-২ প্রকল্প
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে লরি উল্টে রিকশাকে চাপা, গৃহবধূ নিহত