নগরীর পতেঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফরিদুল আলম ফরিদ।
রবিবার (২৫ অক্টোবর) পতেঙ্গা ৪০নং ওয়ার্ডের মহাজনঘাটা দ্বীপিকা সংঘ পূজা মণ্ডপ, কাটগড় কালীবাড়ি ও দুর্গা মন্দিরের পূজা মণ্ডপ, কাটগড় জেলে সম্প্রদায়ের ৩টি ও বেড়ীবাঁধ সংলগ্ন জেলে সম্প্রদায়ের পূজা মণ্ডপ কমিটি সহ ৮টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান ও পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্টিলমিল বাজার ব্যবসায়ী সভাপতি ও আওয়ামীলীগ নেতা নুরুদ্দিন জাহেদ মনজু, মো. ইকবাল (যুবলীগের সহ-সভাপতি), মো. আজগর (অনিক), আব্দুল কুদ্দুস মাখন, মোহাব্বত রিক্সী, ফারুক নাছির, সালাউদ্দীন, সাজ্জাদ, মিজান, রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।