পটিয়া আমির ভাণ্ডারে ঈদ সামগ্রী বিতরণ ও বদর দিবস পালন

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফ ময়দানে গত ১৭ রমজান (বৃহস্পতিবার) ২১তম ঐতিহাসিক ইয়াওমুল ফোরকান উপলক্ষে প্রিয় নবী (.) ও আসহাবে বদর (রা.) স্মরণে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং পটিয়া আমির ভাণ্ডার বশরিয়া এতিমখানা ও

মুহরতমা ওয়ায়েজ খাতুন (রহ.) হেফজাখানা ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। সম্মানিত অতিথি ছিলেন পটিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক পৌরসভার মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ, মুহাম্মদ আলমগীর, এম এন এ নাছির, আউলাদে আমির ভাণ্ডারী সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরী, মাওলানা সৈয়দ মামুন রশিদ শাহ আমিরী, মাওলানা সৈয়দ শামুন রশিদ আমিরী, মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী,

সৈয়দ মেহরাজুল আলম আমিরী, মাওলানা সৈয়দ আমির হোসাইন আমিরী, সৈয়দ কামাল হোছাইন আমিরী, মাওলানা সৈয়দ আসরার আমিরী, সৈয়দ খলিলুজ্জামান আমিরী, মাওলানা সৈয়দ সারোয়ার কামেল আমিরী, মাওলানা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, সৈয়দ নাইমুল মোস্তফা আমিরী, সৈয়দ আরিফুজ্জামান আমিরী, মাওলানা সৈয়দ আমির উদ্দিন আমিরী, মাওলানা সৈয়দ মোজাম্মেল হক আমিরী, সৈয়দ আসাদুজ্জামান তানিম আমিরী। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ গোলাম মওলা, শাহজাদা সৈয়দ ফরিদুল আনোয়ার হাফেজনগরী, শাহজাদা আল্লামা সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, শাহজাদা আল্লামা শেখ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা সৈয়দ মনছুর উল্লাহ সুলতানপুরী, শাহজাদা মুহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম অডিটর, মোহাম্মদ নুরুল আনোয়ার, এম নাছির উদ্দিন, শহিদুল আলম, বাসু মোল্লা, মোহাম্মদ শামসুল আলম বি.কম, মোহাম্মদ ইদ্রিস। আলোচনা পেশ করেন মাওলানা কাজী আহমদ উল্লাহ মাইজভান্ডারী, মাওলানা সোলায়মান আল কাদেরী, মাওলানা মোরশেদুল হক কাদেরী, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম কাদেরী, মাওলানা মুহাম্মদ হোছাইন রেজা, মাওলানা মোহাম্মদ শাহজাহান আল কাদেরী। মাহফিল সঞ্চালনায় ছিলেন মাওলানা মেহরাজ রেজা কাদেরী, মাওলানা আমির উদ্দিন নয়ন, মাওলানা আব্দুল মান্নান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, মাওলানা সৈয়দ মোদাচ্ছের আমিরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৫০ চিত্রশিল্পীর ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে নয় জুয়াড়ি আটক