২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে রানার্স আপ হয়েছিল চিটাগাং কিংস। আর সেটি ছিল তাদের সবশেষ বিপিএলে অংশ গ্রহন। এর আগে প্রথম আসরেও অংশ নিয়েছিল চট্টগ্রামের মালিকানাধীন দল চিটাগাং কিংস। কিন্তু ১০১৩ সালের পর নানা অনিয়মের অভিযোগ এনে বিপিএল থেকে সরে দাড়ান চট্টগ্রামের মালিক সামির কাদের চৌধুরী। এরপর বিপিএলে চট্টগ্রাম দল অংশ নিয়ে দুটি ভিন্ন নামে। চিটাগাং ভাইকিংস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে অংশ নিয়েছে গত আসর পর্যন্ত। প্রায় একযুগ পর আবার চট্টগ্রামের মালিকের হাতে এসেছে চিটাগাং দলের মালিকানা। আর নামটিও সেই আগের চিটাগাং কিংস রেখে দেওয়া হয়েছে। একযুগ পর এসে দারুণভাবে শুরু করেছে চিটাগাং কিংস এবারের বিপিএল। যদিও হার দিয়ে শুরু হলেও পরের তিন ম্যাচে টানা জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে এখন চিটাগাং কিংস। দারুণ তিনটি জয়ের সুখস্মৃতি নিয়ে নিজেদের ভেন্যুতে পা রাখল চিটাগাং কিংস গতকাল বিকেলে। আর সংগত কারনেই চিটাগাং কিংসকে নিয়ে আগ্রহ আর উম্মাদনার যেন শেষ নেই চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের। তাইতো গতকাল সেই বিমান বন্দর থেকে হোটেল রেডিসন ব্লু পর্যন্ত রোড শো করেই দলকে নিয়ে এসেছে সমর্থকরা। নিজেদের দল বলে কথা।
বিকেলে দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা শাহ আমানত বিমান বন্দরে এসে পৌছালে সেখানে ফুল দিয়ে বরন করে নেওয়া হয় । এরপর বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে দলকে নিয়ে আসা হয় হোটেল রেডিসন ব্লুতে। যেখানে আগামী এক সপ্তাহ থাকবে দলটি। আগামীকাল চট্টগ্রাম ভেন্যুর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিটাগাং কিংস। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এই খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল চিটাগাং কিংস। কিন্তু এরপর থেকে আর পেছনে ফিরে তাকায়নি । একে একে তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে। ফলে একেবারে দারুণ ফর্মে থেকে নিজেদের ভেন্যুতে আসল চিটাগাং কিংস। নিজেদের মাঠে পাঁচটি ম্যাচ খেলবে চিটাগাং কিংস। এই পাঁচটি ম্যাচের সবকটি জিততে চান ফ্রাঞ্চাইজি মালিক সামির কাদের চৌধুরী। শাহ আমানত বিমান বন্দরে অবতরণের পর এবং হোটেল রেডিসনে ট্রফি উন্মোচনের সময় সামির কাদের চৌধুরী জানান চট্টগ্রামের মানুষের জন্য তিনি দল গড়েছেন। এখন চট্টগ্রামের মানুষের হাতে তার ইজ্জত। তিনি আশা করেন চট্টগ্রামের মানুষ তার দলকে আকুন্ঠ সমর্থন দিয়ে যাবে। টানা তিনটি জয় নিয়ে দারুন ফুরফুরে মেজাজে রয়েছে দল। আর জয়ের সে ধারাবাহিকতা বজায় রাখতে চায় তার দল চট্টগ্রামেও। নিজেদের মাঠে, নিজেদের দর্শকদের সামনে আরো উজ্জীবিত হবে তার দল তেমনটি জানিয়েছেন সামির কাদের চৌধুরী। তিনি বলেন আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার পাইনি। যাদের মধ্যে মঈন আলি, সাকিব আল হাসানের মত গুরুত্বপূর্ন ক্রিকেটার রয়েছে। তবে দলে যারা রয়েছে তারা বেশ ভাল পারফর্ম করছে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান সামির কাদের চৌধুরী।
তবে দলে নতুন ক্রিকেটার যোগ হচ্ছেনা বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের দল এতদিন ছিল চট্টগ্রামের বাইরের মানুষের হাতে। এবার মুল মালিকের হাতেই চট্টগ্রাম দল। তাই মালিকের যেমন আন্তরিকতা তেমনি সমর্থকদেরও। সামির কাদের চৌধুলী জানান আমরা ধীরে ধীরে এগুচ্ছি। চ্যাম্পিয়ন হতে সবাই চায়। আমরাও তার ব্যতিক্রম নই। আমাদের লক্ষ্যও চ্যাম্পিয়ন হওয়া। আর চিটাগাং কিংস চ্যাম্পিয়ন হওয়া মানে চট্টগ্রামের মানুষের সম্মান বেড়ে যাওয়া। এই লক্ষ্যেই মূলত আমরা দল গড়েছি। তিনি বলেন নিজেদের দর্শকের সামনে খেলাটা যেমন আনন্দের তেমনি চাপেরও। তিনি আশা করেন তার দল সব চাপ সামলে কাঙ্ক্ষিত লক্ষ্যের পানে এগিয়ে যাবে। আর এ জন্য চট্টগ্রামের মানুষের সমর্থন কামনা করেন তিনি। সে সাথে আশা করেন চট্টগ্রামের মানুষ সব সময় তার পাশে থাকবে।