দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সদা তৎপর প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে বৌদ্ধ সম্মেলনে বিপ্লব বড়ুয়া

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন। তার কারণেই বাংলাদেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। গতকাল শনিবার সীতাকুণ্ড পৌরসদরস্থ পন্থিছিলা এলাকায় পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে আয়োজিত বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসব বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন, চট্টগ্রামের কর্তফুলী ট্যানেল, ফ্লাইওভার, বায়েজিদ সড়ক, কঙবাজারমুখী রেললাইন স্থাপনের কাজ, মীরসরাই ইকোনোমিক জোনসহ চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে তিনি চট্টগ্রামকে আমূল বদলে দিতে কাজ করে চলেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এভাবেই দ্রুত এগিয়ে যাবে। আর এজন্য দেশের সকল সম্প্রদায়ের মানুষকে নিরাপদে রাখতে স্ব স্ব এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রত্যেক দেশের উন্নয়নের মূল শর্ত বলে অভিমত প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি সন্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের প্রিয়ানন্দের সভাপতিত্বে এবং বৌদ্ধ নেতা সমূদ্র বড়ুয়া ও সৌমেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত কর্মদূত জিনালঙ্কা মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি ভিক্ষু সুনন্দ প্রিয়, ধর্মদেশক ছিলেন ভদন্ত শাসনবংশ মহাথের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। অতিথি ছিলেন চিন্ময় বড়ুয়া রিন্টু, মিল্টন রায়, আ ম ম দিলশাদ, বদিউল আলম, মো. আবুল কালাম আজাদ, রাহুল বড়ুয়া, মানিক রতন চাকমা, অমল কান্তি বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় আ.লীগের জনসভা আজ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে পানচাষী গফুর হত্যা মামলার আসামি গ্রেফতার