দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার

সার্কিট হাউসে সেমিনারে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব

| বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমাতে স্থানীয় সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসিমিনেশন প্রোগ্রাম প্রোবার্টি ম্যাপ অব বাংলাদেশ২০২২ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। খবর বাসসের।

সচিব আলেয়া আক্তার বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দেশের দারিদ্র্য হ্রাস করতে প্রতি বছর তথ্য সংগ্রহ করে একটা পরিসংখ্যান সরকারের কাছে তুলে ধরে। এই বিভাগ ভুল ত্রুটি না করে আরো ভালো করে কাজ করার চেষ্টা করছে। আমরা নিজ জায়গায় থেকে সঠিকভাবে কাজ করলে দেশের দারিদ্র্য বিমোচন হ্রাস করা সম্ভব।

তিনি বলেন, বিবিএস’র সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে, তবে কিছু কিছু অঞ্চলে এখনও দারিদ্র্যের হার বেশি, যা নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। বিবিএস ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দারিদ্র্য নিরসনে কাজ করছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সহজ হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে চার সন্তানের জন্ম
পরবর্তী নিবন্ধকাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন