তরুণ উদ্যোক্তাদের উন্নয়ন প্রশিক্ষণ প্রদান

ইউসেপের উদ্যোগ

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:২৫ পূর্বাহ্ণ

আইএলও এর সহায়তায় ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলে তরুণ উদ্যোক্তাদের ছয় দিনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক সমাপনী অনুষ্ঠানে ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া তরুণ উদ্যোক্তাদের বলেন, শুধু প্রশিক্ষণ নয়, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে প্রয়োজন মুহূর্তে ইউসেপকে ম্যান্টর হিসেবে পাশে পাবে। সিনিয়র অফিসার আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের ডেপুটি ম্যানেজার ও লীড ট্রেইনার রাশেদুল হাসান, এসআইওয়াইবি ফাউন্ডেশনের মনিটর আসিক চৌধুরী অভি, ট্রেইনার সঙ্গিতা নাথ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। উল্লেখ্য গত ২০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ছয় দিনব্যাপী প্রথম ব্যাচকে প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে আগামি ৪ ডিসেম্বর থেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসির শরীয়াহ্‌ ভিত্তিক গৃহায়ন বিনিয়োগ ব্যবস্থার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাগরিকায় রাসায়নিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট