টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১২:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ মো. ইউনুছ(২৮) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল রবিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৫টার সময় টেকনাফ নয়াপাড়া রেজি. ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এএসপি মো. তারেক সেকান্দারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. ইউনুছকে নিজ শেড হতে আটক করা হয়।

এসময় তার নিজ হেফাজত হতে একটি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়।

সে টেকনাফ নয়াপাড়া রেজি. ক্যাম্পের ব্লকঃ আই, শেড নং-৫৫৩/০৩-০৪ এর সৈয়দ আহাম্মদের ছেলে।

তার বিরুদ্ধে ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃংখলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, “আটক আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণ বহন করার টাকার ভাগের ক্ষোভেই খুন কারচালক শাহ আলম
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা