জিয়া উদ্যান নাম পুনর্বহাল

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর চন্দ্রিমা উদ্যান পুনরায় জিয়া উদ্যান হলো। শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’র নাম পুনর্বহাল করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খবর বাসসের।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত চন্দ্রিমা উদ্যানের পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

পূর্ববর্তী নিবন্ধকাল দায়েম নাজির জামেয়া মসজিদে খতমে তারাবির আখেরী মুনাজাত
পরবর্তী নিবন্ধঅস্ত্র উদ্ধারের মামলায় হাইকোর্টে খালাস পেলেন বাবর